মালদা

গাজোল সমবায়িকা নির্বাচনে ৬ টি আসনের মধ্যে ৬ টি তে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস

বুধবার গাজোল সমবায়িকা নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। মোট আসন সংখ্যা ছিল ১৪ জন। তৃনমূলের প্রার্থী   ৬ জন ও জোটের প্রার্থী ৪ জন। ১৪ জন ভোটারের মধ্যে ১০ জন মোট প্রার্থী  বাকী ভোটার সংখ্যা ৪ জন। ভোট গ্রহণ প্রক্রিয়ার পর জানা জায়, ভোটার দের মধ্যে বাকি ৪ জন তৃণমূল কংগ্রেসকে ভোট দেন। ফলে তৃণমূল কংগ্রেস মোট ভোট পায় ১০ টি ও জোটের  প্রার্থী প্রায় ৪ টি ভোট। এদিন এই ভোট গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়োন ছিল ভোট গ্রহণ কেন্দ্রে।  

                   ভোট গননার পর ফলাফল জানতে পেরে তৃনমূলের কর্মীরা উল্লাসে ফেটে পরেন। বাজী ফাটানো এবং আবির খেলায় মেতে ওঠে তারা। তাদের ৬ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীয় জয়ী হয়েছে। এরপর প্রার্থীদের নিয়ে একটি ছোট মিছিল করেন তারা। সবুজ আবিরে রাঙ্গিয়ে দেওয়া হয় সকলকে। উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, তৃণমূল কংগ্রেসে নেতা রঞ্জিত বিশ্বাস, শিশির চক্রবতী, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানিক প্রসাদ, জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি রাজকুমার সরকার সহ প্রচুর তৃনমূলের কর্মী বৃন্দরা।
            প্রভাত পোদ্দার ও  রঞ্জিত বিশ্বাস বলেন এ জয় মা মাটি সরকারের জয়। দিদির আদর্শ দেখে মানুষ ভোট দিয়েছে। ৬ টি আসনের মধ্যে ৬ টি আসন আমরা পেয়েছি। ১৪ টি ভোটের মধ্যে আমাদের ৬ টি আসনে প্রার্থী দেওয়া হয়। জোটের পক্ষ থেকে ৪ টি আসন দেন। তারা ৪ জন প্রার্থীর ভোট পেয়েছে বাকী ১০ টি ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তারা বলেন ১ বছরের মধ্যে যত গুলো নির্বাচন হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস জয় লাভ করেছে। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে মানুষ ভোট দিচ্ছে।
                  এই সমবায়িকার ম্যানেজার কমল কান্তি ভৌমিক বলেন খুব শ্নতিপূর্ণ ভাবে ভোট হয়েছে। ৬ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৬ টি পেয়ে জয়ী হয়েছে। এই সমবায়িকা গাজোল লার্জ সাইজ কো- অপারেটিভ মাকেটিং সোসাইটি লিঃ যা মালদা সমবায়িকা আদলে তৈরী শীততাপ নিয়ন্ত্রিত ও কম্পিউটার দ্বারা পরিচালিত। এখানে বিভিন্ন পণ্য দ্রব্য সামগ্রী বাজার হিতে ন্যায্য মুলে পাওয়া যায়